No Internet Connection !

নোয়াখালী জেলা পরিচিতি

প্রশ্ন: নোয়াখালী জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৮২১ সালে।
প্রশ্ন: নোয়াখালী জেলার সীমানা কি? উ: নোয়াখালী জেলার সীমানা:

✅ উত্তরে: কুমিল্লা

✅ দক্ষিণে: বঙ্গোপসাগর

✅ পূর্বে: ফেনী ও চট্টগ্রাম

✅ পশ্চিমে: লক্ষ্মীপুর জেলা


প্রশ্ন: নোয়াখালী জেলার আয়তন কত? উ: ৪২০২.৭০ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: নোয়াখালী জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: জাগ্রত নোয়াখালী।
প্রশ্ন: নোয়াখালী জেলার গ্রাম কতটি? উ: ৯৬৭ টি।
প্রশ্ন: নোয়াখালী জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৯৩ টি।
প্রশ্ন: নোয়াখালী জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৯ টি। সুধারাম, বেগমগঞ্জ, সেনবাগ, কোম্পানীগঞ্জ, চাটখিল, হাতিয়া, সোনাইমুড়ি সুবর্ণ চর ও কবিরহাট।
প্রশ্ন: নোয়াখালী জেলার পৌরসভা কতটি? উ: ৮ টি। (চাটখিল, চৌমুহনী, সেনবাগ, নোয়াখালী, বসুরহাট, সোনাইমুড়ী, কবিরহাট ও হাতিয়া)।
প্রশ্ন: নোয়াখালী জেলার নদ-নদী কি কি? উ: মেঘনা, ডাকাতিয়া, ফেনী ইত্যাদি।
প্রশ্ন: নোয়াখালী জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: জুট মিলস, টেক্সটাইল মিলস, ঔষধ শিল্প, অয়েল মিল প্রভৃতি।
প্রশ্ন: নোয়াখালী জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: বজরা শাহী মসজিদ, গান্ধী আশ্রম ও জাদুঘর, চর বাটার ফরেস্ট, নিঝুম দ্বীপ, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি।
প্রশ্ন: নোয়াখালী জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: সার্জেন্ট জহুরুল হক, আবদুল মালেক উকিল (রাজনীতিবিদ), মুজাফফর আহমেদ চৌধুরী, মোতাহের হোসেন চৌধুরী (সাহিত্যিক), বীরশ্রেষ্ঠ রুহুল আমিন (মুক্তিযোদ্ধা), ওবায়দুল কাদের (রাজনীতিবিদ), ফরহাদ মজহার, ব্যারিস্টার মওদুদ আহমেদ (রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী)।
তথ্যসূত্র: noakhali.gov.bd
top
Back
Home
Gsearch